কুরআন সুন্নাহর আলোকে বদনজর, জিন, জাদু ইত্যাদি বিষয়ে পরামর্শ এবং নিজে নিজের সমস্যার জন্য গাইডলাইন দেওয়া।
আমরা এখানে আপনার সমস্যা এবং লক্ষণ অনুযায়ী কিভাবে সমাধান পাবেন তা ধাপে ধাপে পরামর্শ প্রদান করা হবে।



আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে কবিরাজ, গণক, জাদুকর ইত্যাদি শির্ক এবং শয়তানি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুল (স:) এর দেখানো পথে চিকিৎসা করা।
মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন:
وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَ لَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا
আমি অবতীর্ণ করেছি কুরআন, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া, কিন্তু তা সীমা লংঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে। (সূরা বনি ইসরাঈল-৮২)